‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে নারী-পুরুষ
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১২:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। ছবি: জাগো নিউজ
-
আজ বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
-
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি হঠাৎ এসে বলেন, এসব করার কী দরকার? এরপর তিনি জয় বাংলা বলে স্লোগান দেন।
-
উত্তেজিত জনতা গণপিটুনি দিতে দিতে বাড়ির বাইরে রাস্তায় নিয়ে যান।
-
এসময় ছাত্র-জনতা গণপিটুনি থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে রিকশায় করে অন্যত্র নিয়ে যান।
-
অন্যদিকে, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে জনতার তোপের মুখে পড়েছেন এক নারী।