ধানমন্ডি ৩২-এর ধ্বংসযজ্ঞ দেখতে উৎসুক জনতার ভিড়
বাংলাদেশের জন্মের সাক্ষী ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: মাহবুব আলম
-
এরই মধ্যে একটি ভবনের অর্ধেকের বেশি ও অন্য ভবনের ২০ শতাংশ ভাঙা শেষ হয়েছে।
-
৫ ফেব্রুয়ারি রাতে একটি ক্রেন ও দুটি এক্সক্যাভেটর দিয়ে ওই বাড়ি ভাঙা শুরু হলেও সকালে দেখা গেছে একটি এক্সক্যাভেটর।
-
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিনে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে এই ভাঙচুর শুরু হয়।
-
আজ সকালে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বাড়ি ভাঙা হচ্ছে।
-
পুরো বাড়িজুড়ে ভিড় জমানো ছাত্র-জনতা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন।
-
উৎসুক জনতার কেউ কেউ আধভাঙা ভবন দুটির দ্বিতীয়-তৃতীয় তলায় উঠে পড়েছে।
-
অনেকেই দেখতে এসেছেন বাড়িটির ধ্বংসস্তূপ।
-
কেউ কেউ হাতুড়ি-শাবল দিয়ে ভাঙার কাজ পরিচালনা করছেন আবার কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন।
-
কেউ কেউ বাড়ির রড, লোহা লস্কর নিতে ব্যস্ত।
-
তাদের চোখে-মুখে আনন্দের ছাপ।
-
কিছু বই হাতে দাঁড়িয়ে আছে এক যুবক।
-
পরে আছে পুড়ে যাওয়া বইয়ের শেষ অস্তিত্ব।
-
গতকাল সন্ধ্যা থেকেই ছাত্র-জনতা মিছিল নিয়ে ৩২ নম্বরের এই বাড়িটিতে আসেন এবং ভাঙচুর শুরু করেন।
-
মধ্যরাতে ক্রেন নিয়ে আসা হয়। পরে আসে এক্সক্যাভেটর। তখন থেকেই বিরতিহীনভাবে চলছে ভাঙার কাজ।