আজকের আলোচিত ছবি: ০৫ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন ছয় সংস্কার কমিশন প্রধান।
-
ঢাকায় গুলশানে নৌ পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ছয় সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবিত সুপারিশ থেকে প্রয়োজনীয় সংস্কার চূড়ান্ত হবে।
-
নতুন রাজনৈতিক দল আসছে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ ফেব্রুয়ারি যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: নাহিদ হাসান
-
পঞ্চগড়ে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ করে দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। ৫ ফেব্রুয়ারি সকাল থেকে জেলা পেট্রোল পাম্পগুলো পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করা বন্ধ করে দেয়। ছবি: সফিকুল আলম
-
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও মাংস প্রক্রিয়াকরণে যাবতীয় সহযোগিতা করতে পাকিস্তান সরকার প্রস্তুত। ছবি: জাগো নিউজ
-
লক্ষ্মীপুরে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে দেয়ালিকা উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি: কাজল কায়েস
-
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনো চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ছবি: কাজল কায়েস