বেড়েছে আখ বিক্রেতাদের কর্মব্যস্ততা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৩:২৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
শীত প্রায় শেষ। এখনই দুপুরের দিকে বেশ গরম অনুভূত হয়। আর গরম এলেই কদর বেড়ে যায় আখের জুসের। ছবি: মাহবুব আলম
-
গরমে তৃষ্ণা মেটাতে পথচারীদের ভরসা আখের জুস।
-
অন্য জুসের তুলনায় দাম কম থাকায় আখের জুসের চাহিদা বেশি থাকে।
-
প্রস্তুত আখ ব্যবসায়ীরা। পসরা সাজিয়ে বসেছেন তারা।
-
বাজারে এক আটি আখ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। তবে ছোলা ছাড়িয়ে নিলে ক্রেতাদের আরও ১০০ টাকা বেশি গুণতে হচ্ছে।
-
অনেকেই জুসের দোকানের জন্য আখ নিয়ে যান কারওয়ানবাজার রেলগেইট এলাকা থেকে।