জাঁকজমকপূর্ণ সরস্বতী পূজা
বাংলাদেশের সব থেকে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। এই পূজায় হাজারও পুণ্যার্থী এসে জড় হয়েছেন। ছবি: মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অনুষদ তাদের নিজ নিজ মণ্ডপ নিয়ে বসেছেন।
-
মণ্ডপ সেজেছে বিভিন্ন বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে। কোনটি ছোট আবার কোনটি বড়।
-
জগন্নাথ হলের উপাসনালয় প্রাঙ্গণ সংলগ্ন পুকুরে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো এই প্রতিমা প্রতি বছর পুণ্যার্থীদের নজর কাড়ে।
-
বাঁশ-বেতের বিভিন্ন অংশজুড়ে দিয়ে প্রতিমা বানানো হলেও সৃজনশীল সাজসজ্জার কমতি নেই।
-
জগন্নাথ হলের মাঠে মোট ৭৩টি বিভাগের আয়োজনে বসেছে ৭৩টি মণ্ডপ এবং হলের কর্মচারীদের আরেকটি মণ্ডপসহ মোট ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
-
জগন্নাথ হল ছাড়াও মেয়েদের পাঁচটি হলে আয়োজন করা হয়েছে পূজার। সব মণ্ডপে পূজা শুরু হয় সকাল ৯টা থেকে। পরের দিন অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
-
পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে জগন্নাথ হল প্রশাসনের মোট ১১টি উপ-কমিটি কাজ করছে।
-
আনন্দে মেতেছে শিশুরা।
-
প্রতিমার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত তারা।
-
ভক্তিসহ দেবীকে প্রণাম করছেন এক যুবক।
-
নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
-
সেলফি তুললে ব্যস্ত তরুণীরা।
-
একই রকম পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন দুই বন্ধু।