আজকের আলোচিত ছবি: ০২ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের সপ্তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকায় মিরপুরে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে পিকেএসএফ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে মাইক্রো ফাইন্যান্স বিষয়ক সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ঢাকায় নগর ভবনে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়। ছবি: পিআইডি
-
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ছবি: জাগো নিউজ
-
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি কিছুটা শিথিল করেছেন শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: জামিল আহমেদ
-
কুমিল্লার ইলিয়টগঞ্জে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে হালকা যান চালক মালিক সমিতি। ছবি: জাহিদ পাটোয়ারী
-
বরিশালে বাজারে নির্মাণ হওয়া স্টলের বরাদ্দ পেতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। ছবি: শাওন খান
-
হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। ছবি: সাখাওয়াত হোসেন