রাস্তায় আলু ফেলে কৃষকের কান্না
হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। ছবি: সাখাওয়াত হোসেন
-
বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
-
কৃষকরা জানান, প্রতিকেজি আলু সংরক্ষণে আগে হিমাগারে চার টাকা ভাড়া নিত। এবার আট টাকা নির্ধারণ করা হয়েছে।
-
ভাড়া কমানো না হলে এ কর্মসূচি চলবে। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেন তারা।
-
এ সময় আলুচাষিরা বিক্ষোভে ফেটে পড়েন।
-
রাস্তায় ফেলে দেওয়া আলুর ওপর শুয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
-
এর আগে, জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে বিক্ষোভ করেন।
-
এর আগে, জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে বিক্ষোভ করেন।
-
এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
-
চাষিদের বিক্ষোভে আটকা পড়েছে ওই সড়কে চলা যানবাহনগুলো।
-
এতে বিপাকে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।