কুরবানির হাটে কদর বাড়ছে দুম্বার
আপডেট: ০৭:২৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
কুরবানির হাটে কদর বাড়ছে দুম্বার নিয়ে এই অ্যালবাম।
-
কয়েক বছর ধরে বাংলাদেশে কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে দুম্বা। এ বছরও তার ব্যত্তয় ঘটেনি। গাবতলীর পশুর হাট থেকে দুম্বার ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
আরব দেশগুলোর আদলে এ দেশেও অনেকে এখন কুরবানি দিতে দুম্বা কিনছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চাহিদার কারণে এখন দেশে দুম্বার বাণিজ্যিক খামারও শুরু হয়েছে। তবে তা খুবই সীমিত আকারে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কুরবানির সময় বেশিরভাগ দুম্বা আসছে ভারতের রাজস্থান ও হরিয়ানা প্রদেশ থেকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিশেষ করে সীমান্তের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল, বুড়িমারীর কোরবানির পশুর হাটগুলোতে উট ও দুম্বা পাওয়া যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।