আজকের আলোচিত ছবি: ০১ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
-
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আহত চক্ষু রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম আনা হয়েছে। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। ছবি: আমিনুল ইসলাম
-
সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ছবি: তানভীর হাসান তানু
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবসহ দেশের সব হত্যা ও গুমের বিচার করতে হবে। খুব দ্রুত এই দেশে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও পরে দেওয়া হোক। ছবি: লিপসন আহমেদ
-
রংপুরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। ছবি: জিতু কবীর