দরজায় কড়া নাড়ছে বইমেলা, পুরোদমে চলছে প্রস্তুতি
আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এরই মধ্যে নানা রঙে সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। ছবি: মাহবুব আলম
-
কাঠ কাটা, জোড়া দেয়া, রংতুলির আঁচড় আর পেরেক- হাতুড়ির টুং টাং আওয়াজে মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান।
-
গল্প-কথার সমাহার নিয়ে বসছে বিভিন্ন প্রকাশনীর স্টল।
-
স্টল-প্যাভিলিয়নে চলছে শেষ সময়ের সাজসজ্জা।
-
শেষ বেলায় স্টল নির্মাণের কাজ চলছে তুমুল গতিতে।
-
ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও সাজসজ্জার কাজে নিয়োজিতরা।
-
সকাল থেকে রাত অবধি চলছে রং ও কাঠ মিস্ত্রিদের কর্মযজ্ঞ। তাদের লক্ষ্য-জানুয়ারি শেষ না হতেই স্টল-প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেওয়া।
-
বাংলা ভাষাভাষীদের প্রাণের উচ্ছ্বাস ঘিরে এই বইমেলার আয়োজন।
-
গত বছরের তুলনায় এবারের মেলায় ইউনিট বৃদ্ধির সঙ্গে বেড়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা।
-
৫১টি প্রতিষ্ঠান বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩টিতে।
-
এরই মধ্যে প্যাভিলিয়ন (২৪×২৪), প্যাভিলিয়ন (২০×২০), চার ইউনিট, তিন ইউনিট, দুই ইউনিট (সাধারণ), এক ইউনিট (সাধারণ) এবং শিশুদের জন্যে মেলার অংশে শিশু ইউনিট-৩, ২ ও ১ হিসাব করে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে।
-
মেলার সার্বিক প্রস্তুতি ও যাবতীয় বিষয় নিয়ে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
-
মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।