আজকের আলোচিত ছবি: ২৯ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন লাও পিডিআরের রাষ্ট্রদূত বাউমি ভ্যানম্যানি। ছবি: পিআইডি
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জাম্বিয়ার হাইকমিশনার পার্সি পি চন্দ। ছবি: পিআইডি
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন কেনিয়ার হাইকমিশনার মুনিরি পিটার ময়না। ছবি: পিআইডি
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিলিওনিয়ার ও ফিলাথ্রপিস্ট জর্জ সোরোসের ছেলে এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (ওএসএফ) চেয়ার অ্যালেক্স সোরোস। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারতের নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন দ্য গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার জ্যোন্জিভের ইয়াকব। ছবি: পিআইডি
-
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ ‘এমভি এটিএন ভিক্টোরি’ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি: পিআইডি
-
ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। ছবি: জাহিদ পাটোয়ারী
-
পটুয়াখালীতে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: মো. সজল আলী
-
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও থানার ওসি শহিদুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: শেখ মহসীন