মহাসড়কে টমেটো ফেলে চাষিদের বিক্ষোভ
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ করেছেন ভুক্তভোগী কৃষকরা। ছবি: রেজাউল করিম রেজা
-
এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন ঢাকা ও রাজশাহীগামী যাত্রীরা।
-
আজ দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকেরা।
-
এর আগে টমেটো ও আমের ওপর ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
-
এসময় কৃষিবিরোধী এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
-
কর্মসূচিতে অংশ নিয়ে কৃষক রফিকুল ইসলাম বলেন, টমেটোজাত বিভিন্ন পণ্যে ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে বিক্রি কমেছে। বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে।
-
তিনি আরও বলেন, এক বিঘা জমির ৫০ হাজার টাকার টমেটো ২০ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছে। অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।