বাণিজ্যমেলায় আনন্দে মেতেছে শিশুরা
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫
আপডেট: ০২:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে প্রাণবন্ত করতে শিশুদের বিনোদনের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা। রয়েছে বিভিন্ন ধরনের রাইড। ছবি: মাহবুব আলম
-
দোলনার পাশাপাশি, ভুতের বাড়ি, যাদু খেলা, নাগর দোলায় হই-হুল্লোড় আর উচ্ছ্বাসে একটু বেশিই প্রাণবন্ত বাণিজ্য মেলার ছোট্ট এই শিশুপার্ক।
-
বড়দের সঙ্গে আসা শিশুরা মেলায় এসে উপভোগ করছে বিভিন্ন রাইড।
-
নানা রাইডে বসে মিউজিকের তালে তালে দোল খাচ্ছে শিশুরা।
-
বাবার কোলে চড়ে এসেছে ছোট্ট শিশুটি।
-
মেলায় থাকা জোকারের সাথে ছবি তুলতে ব্যস্ত কোমল শিশুরা।
-
আইসক্রিম খেতে ব্যস্ত তারা।
-
বাবা-মায়ের সাথে খেলনা কিনছে মেলায় আসা শিশুরা।
-
শিশুদের পাশাপাশি আনন্দ উপভোগ করছেন কিশোরীরাও।
-
বাবার হাত ধরে মেলায় ঘুরে বেড়াচ্ছে সে।