ট্রেন বন্ধ, স্টেশনে ভাঙচুর চালালেন বিক্ষুব্ধ যাত্রীরা
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ রেখেছেন রানিং স্টাফরা। ২৮ জানুয়ারি ভোর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ছবি: সাখাওয়াত হোসেন
-
লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে। ভোর থেকে শত শত যাত্রী অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
-
রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
-
রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। হঠাৎ ট্রেন বন্ধ করে দেওয়ার কারণে ভোরে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ যাত্রীরা।
-
যাত্রীদের প্রশ্ন- রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা, তাহলে টিকিট ছাড়লো কেন?
-
ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।