আজকের আলোচিত ছবি: ২৬ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ ঢাকায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান যাচাই করেন। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাইকা প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিবি’র দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক তাকিও কোনিশির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
লাঠিপেটার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থান ত্যাগ করেননি চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। আজ বিকেল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় বিক্ষোভ করেন তারা। ছবি: জাগো নিউজ