আজকের আলোচিত ছবি: ১৪ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনাইয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ। ছবি: পিআইডি
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার কোম্পানি ইয়াংওয়ান করপোরেশেনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং। ছবি: পিআইডি
-
ইয়াংওয়ান করপোরেশেনের চেয়ারম্যান কিহাক সাং-র নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে ফটোসেশনে অংশ নেন ব্যবসায়ী প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি: পিআইডি
-
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ছয় দিনব্যাপী ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল’ বিষয়ক কর্মশালার দ্বিতীয় দিনে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (ইন্টারিম) গেইল মার্টিন। ছবি: পিআইডি
-
রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় যানচলাচল বন্ধ করে দিয়েছে সেখানকার উত্তেজিত জনতা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এ ব্যাপারে উদ্যোগে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ছবি: খালেদ হোসাইন
-
জুলাই গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট। পরে পুলিশের বাধায় সাকুরা বারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। ছবি: হাসান আলী
-
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। ছবি: সাখাওয়াত হোসেন