আজকের আলোচিত ছবি: ১০ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে বোধিচারা প্রতিস্থাপন ও সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে মধ্যনগর উপজেলায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘শতবর্ষে বিশ্বেশ্বরী’ শীর্ষক স্মারকগ্রন্থ উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে বোধিচারা প্রতিস্থাপন ও সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
আজ ভোলা শহরের বিভিন্ন সড়কে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় কথা বলেন সারজিস আলম। ছবি: জাগো নিউজ