আজকের আলোচিত ছবি: ৯ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে আইন মন্ত্রণালয় প্রকাশিত ‘২০২৪ সালে প্রণীত আইন ও অধ্যাদেশসমূহ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাট আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। আজ দুপুর দেড়টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার মাঠ থেকে অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। ১০ ঘণ্টারও বেশি সময় অবস্থান কর্মসূচি করার পর আজ বেলা ১১টায় সড়ক থেকে সরে যান আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ