টিএসসিতে চলছে ইসলামী বইমেলা
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০১:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ইসলামী বইমেলা সিজন-১। ছবি: হাসান আলী
-
আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে মেলাটি শুরু হয়। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকো রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
-
বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
-
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
-
মেলা ঘুরে দেখা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩ টি স্টল রয়েছে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন এবং পছন্দমতো বই কিনছেন।
-
শিক্ষার্থী ছাড়াও মেলার খবরে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই।