টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষ চলে।
-
এ সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহাল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপণ ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
-
সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
-
লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।