আজকের আলোচিত ছবি: ৮ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের একনেক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকায় তেজগাঁওয়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের মাঝে চলতি মাসের টিসিবিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
সম্প্রতি ঢাকায় ছিনতাই প্রবণতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে নিজের মোবাইল ও ব্যাগ নিজ দায়িত্বে নিরাপদে রাখার মাধ্যমে পুলিশকে ‘সহায়তা’ করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: খালিদ হোসেন
-
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার রুস্তম রব্বানি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ী বাসচালককে গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
সপ্তাহে ৩ দিন ইজিবাইক ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের সকাল-সন্ধ্যা কর্মবিরতি চলছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি: এ এইচ শামীম