আজকের আলোচিত ছবি: ৫ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। ছবি: রুবেলুর রহমান
-
পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০১ জন চিকিৎসাধীনের প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। ছবি: পিআইডি
-
ঢাকায় সমবায় অধিদপ্তরের পায়রা সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির উপর 'জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ' লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আল মামুন