পুনর্বহালের দাবি অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের
ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। ছবি: বিপ্লব দীক্ষিত
-
একই সঙ্গে পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানান তারা।
-
আজ সকালে সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
-
এসময় তাদের হাতে ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দেশ সেবার ব্রত নিয়ে বোঝা কেন হতে হবে’, ‘বিনা বেতনের ৩৬৫ দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন’, ‘দ্রুত পুনর্বহাল করতে হবে’, ‘দাবি মোদের একটাই, দ্রুত পুনর্বহাল চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
-
প্রসঙ্গত, মাঠে ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
-
অব্যাহতি পাওয়া উপ-পরিদর্শকরা জানান, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে তা হাস্যকর। একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। একাডেমির সিসি ক্যামেরা চেক করলেই এর প্রমাণ পাওয়া যাবে। এসময় বৈষম্যের শিকার বলে দাবি করেন তারা।