‘জুলাই-ছত্রিশ চত্বর’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ- ২০২৫) তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। ছবি: নাজমুল হোসেন বাপ্পি
-
এবারের মেলায় তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর।
-
পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের পূর্ব পাশে করা হয়েছে জুলাই চত্বর।
-
প্রদর্শনী কেন্দ্রের পেছনে রয়েছে ছত্রিশ চত্বর। সেখানে তরুণদের উপস্থিতি নজরে পড়ার মতো।
-
প্রদর্শনী কেন্দ্রের মাঝে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন, যা দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করবে।
-
ইয়ুথ প্যাভিলিয়নে রপ্তানি বিষয়ে নানান ধরনের তথ্য সহায়তা এবং পরামর্শ পাচ্ছেন তরুণরা।
-
সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের নানান গল্প ও ছবি সম্মিলিত ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে এসব চত্বর।
-
এখানে স্থান পেয়েছে আবু সাঈদ, মীর মুগ্ধসহ আন্দোলনে শহীদদের নানান কথা, তথ্য ও ছবি।
-
রয়েছে ওই সময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যানার।
-
আগত দর্শনার্থীরা সেগুলো দেখছেন এবং ছবি তুলছেন।