রাজধানীতে জমজমাট গরম কাপড়ের বাজার
প্রকাশিত: ১১:২১ এএম, ০৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ১২:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫
টানা দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি রাজধানীর আকাশে। ঘন কুয়াশার সাথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তাই তো আলসেমি ভেঙ্গে গরম কাপড় কিনতে নগরবাসী অনেকটা হুমড়ি খেয়ে পরে নিউমার্কেটে। ছবি: নাহিদ সাব্বির
-
একটু উষ্ণতার জন্য গরম পোশাক কিনতে ছুটছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ।
-
দিনভর রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ফুটপাতে ক্রেতার ভিড় লেগেই আছে।
-
অন্যান্য দিনের তুলনায় শুক্রবার অনেক বেশি জনসমাগম দেখা যায় ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে।
-
জমে উঠেছে নিউমার্কেট এলাকার ফুটপাতের গরম কাপড়ের কেনা-বেচা।
-
ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী বিভিন্ন দামে মিলছে শীতের বাহারি নানা পোশাক।
-
পুরুষদের হুডি, জ্যাকেট, ফুলহাতা টি-শার্ট কেনার প্রবণতা বেশি দেখা গেছে। মেয়েরা ব্যস্ত সোয়েটার, চাদর, হুডি কিনতে।