আজকের আলোচিত ছবি: ৩ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
২৫ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আজ রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) ২০২৫। মাসব্যাপী এ বাণিজ্যমেলার আজ তৃতীয় দিন। এদিন সাপ্তাহিক ছুটি থাকলেও মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ এক সংবাদ সম্মেলনে ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার বিষয়টি জানিয়েছেন এসিইডিবির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. ফরিদ উদ্দিন। ছবি: জাগো নিউজ
-
খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বর্ষপূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠানে আজ সকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: জাগো নিউজ
-
দিনে-দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ জুমার নামাজের সময় ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে এ চুরি সংঘটিত হয়। ছবি: জাগো নিউজ