রাজধানীতে জেঁকে বসেছে শীত
প্রকাশিত: ০২:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০২:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। ছবি: মাহবুব আলম
-
বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। এখনো নগরীর কিছু স্থানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
-
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। তবে আজকের পরিস্থিতি অন্যদিনের চেয়ে ভিন্ন।
-
শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।
-
আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন।
-
অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।