সাফল্য-সংকট-সংগ্রামের ২০২৪
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল বছর ২০২৪। এই বছর দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার পুনরুদ্ধার করেছে ছাত্র-জনতা। এছাড়াও ঘটেছে নানা ঘটনা। চলুন দেখে নেওয়া যাক ২০২৪ সালে ঘটা আলোচিত সব ঘটনা। ছবি: জাগো নিউজ ও সামাজিক মাধ্যম
-
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত শিরোনাম হওয়ার মাধ্যমে শুরু হয়েছিল বছরটি। ইউনূসসহ গ্রামীণ টেলিকমের অন্য তিনজনকে ঢাকার শ্রম আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেন।
-
২০২৪ সালের ৭ জানুয়ারি বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে।
-
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি নামক একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন।
-
১০ মার্চ ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ।
-
চলতি বছরের ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুরা এমভি আব্দুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে। সেখানে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করেছিলেন তারা। ১৫ এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় জিম্মি নাবিকসহ এমভি আব্দুল্লাহ।
-
২২ মে ভারতের কলকাতার নিউটাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন।
-
২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে ৭ জনের মৃত্যু হয়।
-
২০২৪ সালের এপ্রিলে দুটি গণমাধ্যমে ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতির খবর সামনে আসে।
-
ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকায় ছাগল কিনে ফেসবুকে পোস্ট করেন ইফাত নামের এক তরুণ। এরপরই আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান।
-
২০২৪ সালে বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত বিষয় জুলাই আগস্ট আন্দোলন।
-
৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে।
-
শুরুতে আন্দোলন সভা-সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে ‘রাজাকারের নাতি-পুতি’ হিসেবে অভিহিত করেন। এর পর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়।
-
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে অধিকারের আন্দোলনে নেমেছিল সবাই।
-
এ যেন জনসমুদ্র।
-
বৈষম্যবিরোধী আন্দোলনে ভাইকে রক্ষা করতে পুলিশের কাভার্ডভ্যানের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিল এক তরুণী।
-
ভাইকে পুলিশের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা তার।
-
এ আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী (প্রায় ২১ হাজার) আহত হওয়ার পাশাপাশি আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ ৬৭৩ জনের অধিক নিহত হন।
-
সবশেষ ২১ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এবং সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। ২২ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে।
-
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
-
শেখ হাসিনা পালানোর পর দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্থণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনুসের নাম ঘোষণার ৩দিন পর ৮ই আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
-
জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
-
২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশ-এর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।
-
৮ ডিসেম্বর ভারতকে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
-
১৯ ডিসেম্বর ফিল্মি কায়দায় ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করা হয়। কোনো রক্তপাত ছাড়াই শেষপর্যন্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
-
বছরের শেষ আলোচিত ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর। এদিন গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে গেছে।