আজকের আলোচিত ছবি: ৩০ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। ছবি: পিআইডি
-
ঢাকায় তেজগাঁওয়ের কার্যালয় থেকে চার বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৩১ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ও পর্যালোচনা সভায় বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবনটি মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুঁইয়া। ছবি: মাসুদ রানা
-
ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন থেকে সরে গেলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও জুলাই বিপ্লবে সন্ত্রাসীদের ইন্ধনদাতা সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্চিতা গুহকে বিভাগের চেয়ারম্যান হিসেবে পদায়ন করার অভিযোগ ও এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ছবি: হাসান আলী
-
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে, থেমে নেই। ছবি: এন কে বি নয়ন
-
বরগুনায় দিনব্যাপী ইয়থ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। ছবি: নুরুল আহাদ অনিক