আজকের আলোচিত ছবি: ২৯ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর জমা দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: মাসুদ রানা
-
ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। ছবি: মাহবুব আলম
-
চাকরি পুনর্বহাল, পেনশনসহ তিন দফা দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করেছেন সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত ও জোরপূর্বক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। ছবি: মুসা আহমেদ
-
২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে তিনজনকে হত্যা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক সমন্বয় কমিটি।
-
শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। ছবি: ইমরান হাসান রাব্বী
-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করেছে। ছবি: মোবাশ্বির শ্রাবণ