চিকিৎসকদের দখলে সড়ক
ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। ছবি: মাহবুব আলম
-
অবরোধের ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সড়ক ছাড়েননি তারা।
-
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
-
দুপুর আড়াই টায় সরেজমিনে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায়, চিকিৎসকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।
-
মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
-
অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎসভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ রয়েছে। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছেন।
-
অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষ।
-
অনেকেই বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।