পদ্মাপারে বর্ণিল ঘুড়ি উৎসব
ফরিদপুরের পদ্মাপারে বর্ণিল ঘুড়ি উৎসবে মাতলো হাজারো মানুষ। পদ্মাপারের আকাশ নানা রং-বেরঙের আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রূপ ধারণ করে। ছবি: এন কে বি নয়ন
-
বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুড়ি উৎসব দেখতে ছুটে আসেন। অনেকেই অংশ নেয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায়।
-
বর্ণিল এ ঘুড়ি উৎসবের স্লোগান ছিল ‘চলো হারাই শৈশবে’।
-
স্বেচ্ছাসেবী সংগঠন ফরিদপুর সিটি অর্গানাইজেশনের উদ্যোগে শহরতলীর ধলার মোড়ে অষ্টমবারের মতো ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
-
সাপ, পঙ্খিরাজ, ড্রাগন, চিল, হাজারী গোলাপ, ঈগল, সুপারম্যান ঘুড়িসহ নানা প্রকার বর্ণিল ঘুড়িতে মেতে উঠেছে ফরিদপুরের মানুষ।
-
জানা গেছে, ঘুড়ি উৎসবে অংশ নিতে বিভিন্নস্থান থেকে ছুটে আসেন ঘুড়ি প্রেমিকরা। বেলা যত বাড়তে থাকে ততই ভিড় হতে থাকে। এক পর্যায়ে জনস্রোত নামে সেখানে।
-
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, ঘুড়ি উৎসব ফরিদপুরবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বিনোদনের জন্য একটি অন্যতম উৎসবে পরিণত হয়েছে।
-
প্রতিবছর এই উৎসবের মাত্রা বাড়িয়ে দেয় সন্ধ্যায় ফানুস উড়ানো। কিন্তু এ বছর তা নিষিদ্ধ থাকায় সন্ধ্যার মধ্যেই সমাপ্তি ঘটে এই উৎসবের।