পুড়ে ছাই সচিবালয়ের নথিপত্র
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৩:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৭ নম্বর ভবনটির ৬-৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: মাসুদ রানা
-
আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অন্তত তিনটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
জানা গেছে, ছাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল।
-
মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, কম্পিউটারসহ সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
-
এদিকে গণপূর্ত সচিবকে সচিবালয়ের সব ভবনের ফায়ার এলার্ম সিস্টেম, অগ্নিনির্বাপন ব্যবস্থা স্থাপনসহ পুরো সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় দ্রুত পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।