সচিবালয়ে আগুন
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ে বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে ভয়াবহ আগুন লেগেছে। ছবি: জাগো নিউজ
-
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট।
-
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরা।
-
প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এরপর উদ্ধার সহযোগিতার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্যদের আনা হয় সচিবালয়ে।
-
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।
-
ঝুঁকি নিয়েই আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
-
ভোর ৫টার পর ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।
-
প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
-
প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। এই ভবনে রয়েছে- পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
-
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
সকালে অফিস করার জন্য সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে দেখা গেছে।
-
ভেতরে প্রবেশ করেও সচিবালয়ে অফিস করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।