আজকের আলোচিত ছবি: ২৫ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে দরবার হলে ‘শুভ বড়দিন-২০২৪’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
‘শুভ বড়দিন-২০২৪’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে নিয়ে কেক কাটেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। এসময় তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
‘শুভ বড়দিন-২০২৪’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের দেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়েছে। আমরা যখন জাতিগতভাবে ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ দেখাতে পেরেছি, তখন থেকে তাদের স্বর নরম হয়ে গেছে। ঐক্যই আমাদের মুক্তি একমাত্র অবলম্বন। ছবি: সফিকুল আলম
-
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবককে আটক করেছে বিজিবি। ছবি: লিপসন আহমেদ