ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা কলেজ ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কুশপুতুল দাহ করা হয়। ছবি: নাহিদ সাব্বির
-
বেলা ১১টা থেকে ঢাকা কলেজ বিজয় চত্বরের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা জড় হতে থাকেন। এ সময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে ক্যাম্পাসে শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
-
কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটি ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা।
-
নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব-নাছিরের কমিটি মানি না মানবো না, রাকিব-নাছিরের দুই গালে জুতা মারো তালে তালে, ছাত্রলীগের কমিটি মানি না মানবো না, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, ভাই মানার কমিটিরা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের দালালেরা মানি না মানবো না, অবৈধ কমিটি মানি না মানবো না, ভাই মানা কমিটি মানি না মানবো না, ককটেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ স্লোগান দেন।
-
এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাজবি উল, সহ-সভাপতি আবির ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।