বড়দিন উদযাপনের প্রস্তুতি
রাত পোহালেই খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। চারদিকে উৎসব-উৎসব আমেজ। নানা আয়োজনে যিশু খ্রিষ্টের জন্মদিন পালন করবেন তারা। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: মাহবুব আলম
-
দেশের অন্যান্য জায়গার মতো রাজধানীতেও চলছে বড়দিনের প্রস্তুতি।
-
বড়দিনের সাজসজ্জায় ব্যস্ত পাঁচ তারকা হোটেল ও চার্চ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
-
চার্চ ও হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের কার্টুন, নানা ধরনের উপহার ও আলোকসজ্জায়।
-
গির্জা সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে।
-
প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি, ক্রিসমাসট্রি, বেলুন আর বাহারি রঙিন কাগজে সাজিয়ে জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহে তৈরি করা হচ্ছে গির্জাগুলো।
-
এবারের বড়দিনে পাঁচ তারকা হোটেলগুলোতে থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন।
-
বর্ণিল সাজে সাজানো হয়েছে কৃত্রিম ‘ক্রিসমাস ট্রি’।