আজকের আলোচিত ছবি: ২২ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন তারা। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহতের ঘটনায় গ্রেফতার ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
-
মহাসড়কসহ সব সড়কে সিএনজি চলাচলের দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ছবি: মো. আকাশ
-
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। তাদের দাবি, ২০০ বছরের ঐতিহ্যবাহী এ জেলা অগ্রাধিকার ভিত্তিতে বিভাগ হওয়ার দাবি রাখে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনার আমলে এ দেশে আইনের শাসন ছিল না। বিএনপির নেতাকর্মীরা হামলা-খুনের শিকার হলেও পুলিশ তখন মামলা নেয়নি। ছবি: এম এ মালেক
-
অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুল ও দুটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। ছবি: আনাদোলু এজেন্সি