আজকের আলোচিত ছবি: ২০ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে গতকাল মিশরের কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের লেকচার সেশনে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল মিশরের কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের লেকচার সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজধানীর মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে সাতকানিয়া-লোহাগাড়া সমিতির রজতজয়ন্তী ও মেজবান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা কার্যকর করার লক্ষ্যে আজ রাজধানীর কারওয়ান বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছবি: সংগৃহীত
-
কিংসটাউনে আজ সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল। তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে। ছবি: সংগৃহীত
-
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: জাগো নিউজ