রেল অবরোধে যাত্রীদের দুর্দশা
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০২:১১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪
বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকার এফডিসি রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: নাহিদ সাব্বির
-
রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
-
কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ক্লান্ত সময় পার করছেন যাত্রীরা।
-
অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৬ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনও প্লাটফর্মে পৌঁছেনি।
-
কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে।