আজকের আলোচিত ছবি: ১৬ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন। ছবি: পিআইডি
-
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে। এ উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে কর্মসূচি পালন করা হয়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: পিআইডি
-
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। ছবি: পিআইডি
-
জাপানের টোকিওতে আজ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
-
মহান বিজয় দিবসে ১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। প্রথমে ফুল দিয়ে আমন্ত্রণ এবং পরে প্রাইজমানি তুলে দিয়ে তাদের সম্মানিত করা হয়েছে।
-
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
-
তরুণদের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। ছবি: সাইফুল উদ্দীন
-
পঞ্চগড়ে টানা চারদিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ছবি: সফিকুল আলম