শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত স্মৃতিসৌধ
১৬ ডিসেম্বর দিনটি বাঙালির কাছে অন্যরকম আবেগ, অনুভূতি, আনন্দের এক দিন। দীর্ঘ ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হলো মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে।
-
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
স্বরাষ্ট্র উপদেষ্টার পর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করছেন প্রধান উপদেষ্টা।
-
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।