আজকের আলোচিত ছবি: ১৫ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসার পর তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ছবি: পিআইডি
-
আজ ঢাকায় সেনাকুঞ্জে তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তাকে সশস্ত্রবাহিনীর একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তেজগাঁওয়ে তার কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করেন তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা। ছবি: পিআইডি
-
ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে কমিটির সুপারিশ অনুযায়ী পদমর্যাদা এবং আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
-
বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
পঞ্চগড়ে টানা তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ছবি: সফিকুল আলম