প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০২:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
বাংলার বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি।
-
দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে, ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।
-
শুধু সৌধ প্রাঙ্গণ নয়, দিবসটিকে ঘিরে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে। সড়ক-মহাসড়ক ছাড়াও ভবনগুলো সাজানো হয়েছে লাল-সবুজের রঙিন বাতিতে। আয়োজন করা কয়েছে বিজয় মেলা, বীর মুক্তিযুদ্ধা সম্মাননাসহ নানা অনুষ্ঠান।
-
এদিকে এবারও পুরো সৌধ এলাকাটিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।