আজকের আলোচিত ছবি: ১২ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় পর্যটন ভবনে ‘টেস্ট অব বাংলাদেশ’ ফুড ফেস্টিভ্যাল উপলক্ষ্যে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। ছবি: পিআইডি
-
র্যাবে আয়নাঘর, গুম, খুনসহ যত অভিযোগ ছিল কমিশন তার তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জয়পুরহাটে গত চারদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর মৃদু শৈতপ্রবাহের কারণে দিন দিন বাড়ছে শীতের প্রকট। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা। ছবি: আল মামুন
-
অবশেষে কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে লাগানো কালি মুছে ফেলা হয়েছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীত। দিনভর কনকনে শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস। ছবি: সফিকুল আলম
-
ঘন কুয়াশায় টানা প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা ১০ মিনিটে দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়। ছবি: রুবেলুর রহমান
-
গোপালগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। ছবি: আশিক জামান অভি