আজকের আলোচিত ছবি: ০৯ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
‘বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি
-
‘বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে পদক প্রাপ্তদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর দোমেনিকো স্কালপেল্লি। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাৎ করেন আইএমএফ এর প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় দুর্নীতি দমন কমিশনে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে দুদকের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
-
জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে দিন-রাতের তাপমাত্রা। তিনদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। ছবি: আল মামুন
-
চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন তাপমাত্রা কমছে। সোমবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ছবি: হুসাইন মালিক