আজকের আলোচিত ছবি: ০৮ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ডা. নিকোলে ইয়ানকভ। ছবি: পিআইডি
-
বর্ডারে (সীমান্তে) অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মাসুদ রানা
-
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে চলমান সম্পর্কে অচলাবস্থা নিরসনের আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: নাহিদ সাব্বির
-
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবা অধ্যাপক মরহুম খান সারোয়ার মুরশিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: পিআইডি
-
সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: পিআইডি
-
খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা সংশোধনসহ সাতটি দাবি তুলে ধরেছেন রাজধানী ঢাকার ভূমি মালিকরা। ছবি: ইয়াসিন আরাফাত
-
জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা। দু-দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। ছবি: আল মামুন
-
রাজবাড়ীতে বিতরণ করা প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোধগম (গজানো) সন্তোষজনক না হওয়ায় ক্ষতিগ্রস্ত তিন হাজার ৭২৫ চাষিকে পুনরায় বীজ দেওয়া হয়েছে। ছবি: রুবেলুর রহমান