আজকের আলোচিত ছবি: ০৪ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ানা কিমিনোরি। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরজানা আজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৬০ ঘণ্টা প্রশিক্ষণের আওতায় অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহেব হোসেন ঢাকায় কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে ‘কারাগারের বর্তমান প্রেক্ষাপট’ বিষয়ক প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। এ জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য, এখানে হিন্দু-মুসলমান এই মাতৃকায় যাদের জম্ম এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। ছবি: খালিদ হাসান
-
রাজবাড়ীতে রবি মৌসুমে আবাদের জন্য বীজ বিপণন বিভাগ (বিএডিসি) থেকে সরবরাহ করা পেঁয়াজ বীজ (পেঁয়াজের দানা) অঙ্কুরোদগম (গজানো) না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার চাষি। ছবি: রুবেলুর রহমান
-
দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুত, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় টাঙ্গাইলের কালিহাতীর এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর