জমজমাট শতবর্ষী মেরাদিয়া হাট
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০১:৪২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪
রাজধানীর রামপুরা-বনশ্রী খালের পাশে মেরাদিয়ায় সড়কের দুই পাশ জুড়ে প্রতি সপ্তাহের বুধবার বিভিন্ন পণ্যের হাট বসে। এই হাটে গ্রামীণ পরিবেশের আমেজে গৃহস্থালি জিনিসপত্রসহ, হাঁস, মুরগী, কবুতর, শাক-সবজি, মাটির তৈরি জিনিসপত্র সবই পাওয়া যায়। ছবি: মাহবুব আলম
-
অন্যান্য জায়গা থেকে এখানের দাম তুলনামূলক কম হওয়ার দুর-দূরান্ত থেকে ক্রেতারা এসে এখানে ভিড় জমান।
-
এই বাজারের বেশিরভাগ ক্রেতাই নারী।
-
মায়ের সঙ্গে বাজারে এসেছে ফুটফুটে শিশুটি।
-
পছন্দের হাঁস বাছাই করছেন ক্রেতারা।
-
বাজার থেকে রাজহাঁস কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
-
মেরাদিয়া হাটে জমে উঠেছে গরম কাপড়ের দোকানগুলো।
-
পছন্দের গরম কাপড় খুঁজছেন ক্রেতারা।
-
মাটির জিনিসের দোকানেও ভিড় দেখা গেছে।
-
সবজির দোকানগুলোতেও ভিড় করছেন ক্রেতারা।
-
ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল কিনে নিচ্ছেন এক নারী।