আজকের আলোচিত ছবি: ০১ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ছবি: জাগো নিউজ
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের মিডিয়া লঞ্চ অনুষ্ঠানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-এর মাসকট উন্মোচন শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ সচিবালয়ের পর্যটন ক্যাফেটোরিয়াতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত ‘পিঠা উৎসব’ উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪’ পালন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি